প্রাণের দান

অব্যক্তের অন্তঃপুরে উঠেছিলে জেগে,

তার পর হতে তরু, কী ছেলেখেলায়

নিজেরে ঝরায়ে চল চলাহীন বেগে,

পাওয়া দেওয়া দুই তব হেলায়-ফেলায়।

প্রাণের উৎসাহ নাহি পায় সীমা খুঁজি

মর্মরিত মাধুর্যের সৌরভসম্পদে।

মৃত্যুর উৎসাহ সেও অফুরন্ত বুঝি

জীবনের বিত্তনাশ করে পদে পদে।

আপনার সার্থকতা আপনার প্রতি

আনন্দিত ঔদাসীন্যে ; পাও কোন্‌ সুধা

রিক্ততায় ; পরিতাপহীন আত্মক্ষতি

মিটায় জীবনযজ্ঞে মরণের ক্ষুধা।

এমনি মৃত্যুর সাথে হোক মোর চেনা,

প্রাণেরে সহজে তার করিব খেলেনা।