৩৬

যেতে যেতে চায় না যেতে

                ফিরে ফিরে চায়,

সবাই মিলে পথে চলা

                 হল আমার দায়।

দুয়ার ধরে দাঁড়িয়ে থাকে,

দেয় না সাড়া হাজার ডাকে—

বাঁধন এদের সাধন - ধন,

                ছিঁড়তে যে ভয় পায়।

 

আবেশভরে ধুলায় পড়ে

               কতই করে ছল,

যখন বেলা যাবে চলে

              ফেলবে আঁখিজল।

নাই ভরসা, নাই যে সাহস,

চিত্ত অবশ, চরণ অলস—

লতার মতো জড়িয়ে ধরে

               আপন বেদনায়।