পুনশ্চ

           কবীর বসেছেন তাঁর প্রাঙ্গণে,

         কাপড় বুনছেন আর গান গাইছেন গুন্‌ গুন্‌ স্বরে।

রামানন্দ বসলেন পাশে,

        কণ্ঠ তাঁর ধরলেন জড়িয়ে।

কবীর ব্যস্ত হয়ে বললেন,

    ‘প্রভু, জাতিতে আমি মুসলমান,

        আমি জোলা, নীচ আমার বৃত্তি। '

রামানন্দ বললেন, ‘এতদিন তোমার সঙ্গ পাই নি বন্ধু,

    তাই অন্তরে আমি নগ্ন,

        চিত্ত আমার ধুলায় মলিন,

আজ আমি পরব শুচিবস্ত্র তোমার হাতে —

        আমার লজ্জা যাবে দূর হয়ে।'

 

         শিষ্যেরা খুঁজতে খুঁজতে এল সেখানে,

    ধিক্‌কার দিয়ে বললে, ‘এ কী করলেন প্রভু!'

রামানন্দ বললেন, ‘আমার ঠাকুরকে এতদিন যেখানে হারিয়েছিলুম

    আজ তাঁকে সেখানে পেয়েছি খুঁজে। '

           সূর্য উঠল আকাশে

                    আলো এসে পড়ল গুরুর আনন্দিত মুখে।