৩৯

সেদিন কি তুমি এসেছিলে ওগো,

      সে কি তুমি , মোর সভাতে।

      হাতে ছিল তব বাঁশি,

      অধরে অবাক হাসি,

সেদিন ফাগুন মেতে উঠেছিল

      মদবিহ্বল শোভাতে।

সে কি তুমি ওগো, তুমি এসেছিলে

      সেদিন নবীন প্রভাতে —

      নবযৌবনসভাতে ।

 

সেদিন আমার যত কাজ ছিল

       সব কাজ তুমি ভুলালে।

      খেলিলে সে কোন্‌ খেলা,

      কোথা কেটে গেল বেলা —

ঢেউ দিয়ে দিয়ে হৃদয়ে আমার

      রক্তকমল দুলালে।

পুলকিত মোর পরানে তোমার

      বিলোল নয়ন বুলালে,

      সব কাজ মোর ভুলালে।

 

তার পরে হায় জানি নে কখন

      ঘুম এল মোর নয়নে।

      উঠিনু যখন জেগে

      ঢেকেছে গগন মেঘে

তরুতলে আছি একেলা পড়িয়া

      দলিত পত্রশয়নে।

তোমাতে আমাতে রত ছিনু যবে

      কাননে কুসুমচয়নে

      ঘুম এল মোর নয়নে।

 

সেদিনের সভা ভেঙে গেছে সব