ভাইদ্বিতীয়া

সকলের শেষ ভাই

             সাতভাই চম্পার

পথ চেয়ে বসেছিল

             দৈবানুকম্পার।

মনে মনে বিধি-সনে

             করেছিল মন্ত্রণ,

যেন ভাইদ্বিতীয়ার

             পায় সে নিমন্ত্রণ।

          যদি জোটে দরদি

      ছোটো-দি বা বড়ো-দি

অথবা মধুরা কেউ

              নাতনির র‌্যাঙ্কে,

          উঠিবে আনন্দিয়া,

      দেহ প্রাণ মন দিয়া

ভাগ্যেরে বন্দিবে

             সাধুবাদে থ্যাঙ্কে।

 

          এল তিথি দ্বিতীয়া,

      ভাই গেল জিতিয়া

ধরিল পারুল দিদি

           হাতা বেড়ি খুন্তি।

          নিরামিষে আমিষে

      রেঁধে গেল ঘামি সে,

ঝুড়ি ভ'রে জমা হল

             ভোজ্য অগুন্তি।

          বড়ো থালা কাংসের

      মৎস্য ও মাংসের

কানায় কানায় বোঝা

             হয়ে গেল পূর্ণ।

          সুঘ্রাণ পোলায়ে