রোগশয্যায়

                জানিস কি তা।

          অরুণ-আলোর করুণ পরশ

                 গাছে গাছে লাগে,

          কাঁপনে তার তোরই যে সুর

                              জাগে —

                  তুই ভোরের আলোর মিতা

                জানিস কি তা।

     আমার জাগরণের মাঝে

          রাগিণী তোর মধুর বাজে

                জানিস কি তা।

     আমার রাতের স্বপন-তলে

          প্রভাতী তোর কী যে বলে

                নবীন প্রাণের গীতা

                    জানিস কি তা॥