প্রহাসিনী

“ ভুলিব না, ভুলিব না ” এই ব’লে চীৎকার

বিধি না শোনেন কভু, বলো তাহে হিত কার।

যে ভোলা সহজ ভোলা নিজের অলক্ষ্যে

সে-ই ভালো হৃদয়ের স্বাস্থ্যের পক্ষে।

শুষ্ক উৎস খুঁজে মরুমাটি খোঁড়াটা,

তেলহীন দীপ লাগি দেশালাই পোড়াটা,

যে-মোষ কোথাও নেই সেই মোষ তাড়ানো,

কাজে লাগিবে না যাহা সেই কাজ বাড়ানো —

শক্তির বাজে ব্যয় এরে কয় জেনো হে,

উৎসাহ দেখাবার সদুপায় এ নহে।

মনে জেনো, জীবনটা মরণেরই যজ্ঞ —

স্থায়ী যাহা, আর যাহা থাকার অযোগ্য,

সকলি আহুতিরূপে পড়ে তারি শিখাতে,

টিঁকে না যা কথা দিয়ে কে পারিবে টিঁকাতে।

ছাই হয়ে গিয়ে তবু বাকি যাহা রহিবে

আপনার কথা সে তো আপনিই কহিবে।