৩২

প্রভাতে প্রভাতে পাই আলোকের প্রসন্ন পরশে

অস্তিত্বের স্বর্গীয় সম্মান,

জ্যোতিঃস্রোতে মিশে যায় রক্তের প্রবাহ,

নীরবে ধ্বনিত হয় দেহে মনে জ্যোতিষ্কের বাণী।

রহি আমি দু চক্ষুর অঞ্জলি পাতিয়া

প্রতিদিন ঊর্ধ্ব-পানে চেয়ে।

এ আলো দিয়েছে মোরে জন্মের প্রথম অভ্যর্থনা,

অস্তসমুদ্রের তীরে এ আলোর দ্বারে

রবে মোর জীবনের শেষ নিবেদন।

মনে হয়, বৃথা বাক্য বলি, সব কথা বলা হয় নাই ;

আকাশবাণীর সাথে প্রাণের বাণীর

সুর বাঁধা হয় নাই পূর্ণ সুরে,

ভাষা পাই নাই।