২৭

খুলে দাও দ্বার ;

নীলাকাশ করো অবারিত ;

কৌতূহলী পুষ্পগন্ধ কক্ষে মোর করুক প্রবেশ ;

প্রথম রৌদ্রের আলো

সর্বদেহে হোক সঞ্চারিত শিরায় শিরায় ;

আমি বেঁচে আছি, তারি অভিনন্দনের বাণী

মর্মরিত পল্লবে পল্লবে আমারে শুনিতে দাও ;

এ প্রভাত

আপনার উত্তরীয়ে ঢেকে দিক মোর মন

যেমন সে ঢেকে দেয় নবশষ্প শ্যামল প্রান্তর।

ভালোবাসা যা পেয়েছি আমার জীবনে,

তাহারি নিঃশব্দ ভাষা

শুনি এই আকাশে বাতাসে ;

তারি পুণ্য-অভিষেকে করি আজ স্নান।

সমস্ত জন্মের সত্য একখানি রত্নহাররূপে

দেখি ওই নীলিমার বুকে।