৮৫

দুর্দিন ঘনায়ে এল ঘন অন্ধকারে

হে প্রাণেশ। দিগ্‌বিদিক বৃষ্টিবারিধারে

ভেসে যায়, কুটিল কটাক্ষে হেসে যায়

নিষ্ঠুর বিদ্যুৎ-শিখা, উতরোল বায়

তুলিল উতলা করি অরণ্য কানন।

 

 

আজি তুমি ডাকো অভিসারে, হে মোহন,

হে জীবনস্বামী। অশ্রুসিক্ত বিশ্ব-মাঝে

কোনো দুঃখে, কোনো ভয়ে, কোনো বৃথা কাজে

রহিব না রুদ্ধ হয়ে। এ দীপ আমার

পিচ্ছিল তিমিরপথে যেন বারম্বার

নিবে নাহি যায়, যেন আর্দ্র সমীরণে

তোমার আহ্বান বাজে। দুঃখের বেষ্টনে

দুর্দিন রচিল আজি নিবিড় নির্জন,

হোক আজি তোমা-সাথে একান্ত মিলন।