৬২

তব চরণের আশা, ওগো মহারাজ,

ছাড়ি নাই। এত যে হীনতা, এত লাজ,

তবু ছাড়ি নাই আশা। তোমার বিধান

কেমনে কী ইন্দ্রজাল করে যে নির্মাণ

সংগোপনে সবার নয়ন-অন্তরালে

কেহ নাহি জানে। তোমার নির্দিষ্ট কালে

মুহূর্তেই অসম্ভব আসে কোথা হতে

আপনারে ব্যক্ত করি আপন আলোতে

চিরপ্রতীক্ষিত চিরসম্ভবের বেশে।

আছ তুমি অন্তর্যামী এ লজ্জিত দেশে —

সবার অজ্ঞাতসারে হৃদয়ে হৃদয়ে

গৃহে গৃহে রাত্রিদিন জাগরূক হয়ে

তোমার নিগূঢ় শক্তি করিতেছে কাজ।

আমি ছাড়ি নাই আশা, ওগো মহারাজ!