৫৯

আমরা কোথায় আছি, কোথায় সুদূরে

দীপহীন জীর্ণভিত্তি অবসাদপুরে

ভগ্নগৃহে, সহস্রের ভ্রূকুটির নীচে

কুব্জপৃষ্ঠে নতশিরে, সহস্রের পিছে

চলিয়াছি প্রভুত্বের তর্জনী-সংকেতে

কটাক্ষে কাঁপিয়া — লইয়াছি শির পেতে

সহস্রশাসনশাস্ত্র।

 

 

          সংকুচিত-কায়া

কাঁপিতেছে রচি নিজ কল্পনার ছায়া।

সন্ধ্যার আঁধারে বসি নিরানন্দ ঘরে

দীন-আত্মা মরিতেছে শত লক্ষ ডরে।

পদে পদে ত্রস্তচিত্তে হয়ে লুণ্ঠ্যমান

ধূলিতলে, তোমারে যে করি অপ্রমাণ।

যেন মোরা পিতৃহারা ধাই পথে পথে

অনীশ্বর অরাজক ভয়ার্ত জগতে।