৪৬

মাতৃস্নেহবিগলিত স্তন্যক্ষীররস

পান করি হাসে শিশু আনন্দে অলস —

তেমনি বিহ্বল হর্ষে ভাবরসরাশি

কৈশোরে করেছি পান ; বাজায়েছি বাঁশি

প্রমত্ত পঞ্চম সুরে, প্রকৃতির বুকে

লালনললিতচিত্ত শিশুসম সুখে

ছিনু শুয়ে ; প্রভাত-শর্বরী-সন্ধ্যা-বধূ

নানা পাত্রে আনি দিত নানাবর্ণ মধু

পুষ্পগন্ধে মাখা।

 

                 আজি সেই ভাবাবেশ

সেই বিহ্বলতা যদি হয়ে থাকে শেষ,

প্রকৃতির স্পর্শমোহ গিয়ে থাকে দূরে —

কোনো দুঃখ নাহি। পল্লী হতে রাজপুরে

এবার এনেছ মোরে, দাও চিত্তে বল

দেখাও সত্যের মূর্তি কঠিন নির্মল।