বদল
হাসির কুসুম আনিল সে ডালি ভরি,
আমি আনিলাম দুখবাদলের
ফল।
শুধালেম তারে, ‘যদি এ বদল করি
হার হবে কার বল্।’
হাসি কৌতুকে কহিল সে সুন্দরী,
‘এসো-না, বদল করি।
দিয়ে মোর হার লব ফলভার
অশ্রুর রসে ভরা।’
চাহিয়া দেখিনু মুখপানে তার
নিদয়া সে মনোহরা।
সে লইল তুলে আমার ফলের ডালা,
করতালি দিল হাসিয়া
সকৌতুকে।
আমি লইলাম তাহার ফুলের মালা,
তুলিয়া ধরিনু বুকে।
‘মোর হল জয়’ হেসে হেসে কয়,
দূরে চলে গেল ত্বরা।
উঠিল তপন মধ্যগগনদেশে,
আসিল দারুণ খরা—
সন্ধ্যায় দেখি তপ্ত দিনের শেষে
ফুলগুলি সব ঝরা।