নবজাতক

ওদের চলা ওদের পড়ে-থাকায়

আর কিছু নেই, ছবির পরে

          কেবল ছবি আঁকায়।

খানিকক্ষণ যা চোখে পড়ে

          তার পরে যায় মুছে,

আত্ম-অবহেলার খেলা

          নিত্যই যায় ঘুচে।

ছেঁড়া পটের টুকরো জমে

          পথের প্রান্ত জুড়ে,

তপ্ত দিনের ক্লান্ত হাওয়ায়

          কোন্‌খানে যায় উড়ে।

‘গেল গেল’ ব’লে যারা

          ফুকরে কেঁদে ওঠে

ক্ষণেক-পরে কান্না-সমেত

          তারাই পিছে ছোটে।

 

                   ঢং ঢং বেজে ওঠে ঘণ্টা,

                   এসে পড়ে বিদায়ের ক্ষণটা।

                   মুখ রাখে জানলায় বাড়িয়ে,

                   নিমেষেই নিয়ে যায় ছাড়িয়ে।

 

চিত্রকরের বিশ্বভুবনখানি —

     এই কথাটাইনিলেম মনে মানি।

কর্মকারের নয় এ গড়া-পেটা —

আঁকড়ে ধরার জিনিস এ নয়,

      দেখার জিনিস এটা।

কালের পরে যায় চলে কাল,

      হয় না কভু হারা

ছবির বাহন চলাফেরার ধারা।

দুবেলা সেই এ সংসারের

      চলতি ছবি দেখা,

এই নিয়ে রই যাওয়া-আসার