মৌলানা জিয়াউদ্দীন

কখনো কখনো কোনো অবসরে

          নিকটে দাঁড়াতে এসে ;

‘এই যে’ বলেই তাকাতেম মুখে,

          ‘বোসো’ বলিতাম হেসে।

দু-চারটে হত সামান্য কথা,

          ঘরের প্রশ্ন কিছু,

গভীর হৃদয় নীরবে রহিত

          হাসি-তামাশার পিছু।

কত সে গভীর প্রেম সুনিবিড়,

          অকথিত কত বাণী,

চিরকাল-তরে গিয়েছ যখন

          আজিকে সে কথা জানি।

প্রতি দিবসের তুচ্ছ খেয়ালে

          সামান্য যাওয়া-আসা,

সেটুকু হারালে কতখানি যায়

          খুঁজে নাহি পাই ভাষা।

 

তব জীবনের বহু সাধনার

          যে পণ্যভারে ভরি

মধ্যদিনের বাতাসে ভাসালে

          তোমার নবীন তরী,

যেমনই তা হোক মনে জানি তার          

          এতটা মূল্য নাই

যার বিনিময়ে পাবে তব স্মৃতি

          আপন নিত্য ঠাঁই —

সেই কথা স্মরি বার বার আজ

          লাগে ধিক্‌কার প্রাণে —

অজানা জনের পরম মূল্য

           নাই কি গো কোনোখানে।

এ অবহেলার বেদনা বোঝাতে