পক্ষীমানব

যন্ত্রদানব, মানবে করিলে পাখি।

     স্থল জল যত তার পদানত

          আকাশ আছিল বাকি।

 

বিধাতার দান পাখিদের ডানাদুটি —

     রঙের রেখায় চিত্রলেখায়

          আনন্দ উঠে ফুটি ;

তারা যে রঙিন পান্থ মেঘের সাথি।

     নীল গগনের মহাপবনের

          যেন তারা একজাতি।

তাহাদের লীলা বায়ুর ছন্দে বাঁধা ;

     তাহাদের প্রাণ, তাহাদের গান

          আকাশের সুরে সাধা ;

তাই প্রতিদিন ধরণীর বনে বনে

     আলোক জাগিলে একতানে মিলে

          তাহাদের জাগরণে।

মহাকাশতলে যে মহাশান্তি আছে

     তাহাতে লহরী কাঁপে থরথরি

          তাদের পাখার নাচে।

 

যুগে যুগে তারা গগনের পথে পথে

     জীবনের বাণী দিয়েছিল আনি

          অরণ্যে পর্বতে ;

আজি একি হল, অর্থ কে তার জানে।

     স্পর্ধা পতাকা মেলিয়াছে পাখা

          শক্তির অভিমানে।

তারে প্রাণদেব করে নি আশীর্বাদ।

     তাহারে আপন করে নি তপন ,

          মানে নি তাহারে চাঁদ।

আকাশের সাথে অমিল প্রচার করি