ভাগ্যরাজ্য

আমার এ ভাগ্যরাজ্যে পুরানো কালের যে প্রদেশ,

          আয়ুহারাদের ভগ্নশেষ

               সেথা পড়ে আছে

                   পূর্বদিগন্তের কাছে।

নিঃশেষ করেছে মূল্য সংসারের হাটে,

          অনাবশ্যকের ভাঙা ঘাটে

               জীর্ণ দিন কাটাইছে তারা

                   অর্থহারা।

ভগ্নগৃহে লগ্ন ঐ অর্ধেক প্রাচীর ;

          আশাহীন পূর্ব আসক্তির

                    কাঙাল শিকড়জাল

বৃথা আঁকড়িয়া ধরে প্রাণপণে বর্তমান কাল।

          আকাশে তাকায় শিলালেখ,

                    তাহার প্রত্যেক

          অস্পষ্ট অক্ষর আজ পাশের অক্ষরে

                    ক্লান্ত সুরে প্রশ্ন করে,

          “ আরো কি রয়েছে বাকি কোনো কথা,

           শেষ হয়ে যায় নি বারতা। ”

 

এ আমার ভাগ্যরাজ্যে অন্যত্র হোথায় দিগন্তরে

          অসংলগ্ন ভিত্তি-’পরে

                   করে আছে চুপ

     অসমাপ্ত আকাঙ্ক্ষার অসম্পূর্ণ রূপ।

          অকথিত বাণীর ইঙ্গিতে

                   চারিভিতে

          নীরবতা-উৎকণ্ঠিত মুখ

                   রয়েছে উৎসুক।

একদা যে যাত্রীদের সংকল্পে ঘটেছে অপঘাত,

          অন্য পথে গেছে অকস্মাৎ,

                   তাদের চকিত আশা,