মুক্তপথে

বাঁকাও ভুরু দ্বারে আগল দিয়া,

          চক্ষু করো রাঙা,

ওই আসে মোর জাত-খোয়ানো প্রিয়া

          ভদ্র-নিয়ম-ভাঙা।

আসন পাবার কাঙাল ও নয় তো

          আচার-মানা ঘরে —

আমি ওকে বসাব হয়তো

          ময়লা কাঁথার ‘ পরে।

সাবধানে রয় বাজার-দরের খোঁজে

          সাধু গাঁয়ের লোক,

ধুলার বরন ধূসর বেশে ও যে

          এড়ায় তাদের চোখ।

বেশের আদর করতে গিয়ে ওরা

          রূপের আদর ভোলে —

 

আমার পাশে ও মোর মনোচোরা,

          একলা এসো চলে।

হঠাৎ কখন এসেছ ঘর ফেলে

          তুমি পথিক-বধূ,

মাটির ভাঁড়ে কোথার থেকে পেলে

          পদ্মবনের মধু।

ভালোবাসি ভাবের সহজ খেলা

          এসেছ তাই শুনে —

মাটির পাত্রে নাইকো আমার হেলা

          হাতের পরশগুণে।

পায়ে নূপুর নাই রহিল বাঁধা,

          নাচেতে কাজ নাই,

যে-চলনটি রক্তে তোমার সাধা

          মন ভোলাবে তাই।

লজ্জা পেতে লাগে তোমার লাজ