আহ্বান

জ্বেলে দিয়ে যাও সন্ধ্যাপ্রদীপ

          বিজন ঘরের কোণে।

নামিল শ্রাবণ, কালো ছায়া তার

          ঘনাইল বনে বনে।

 

     বিস্ময় আনো ব্যগ্র হিয়ার পরশ-প্রতীক্ষায়

         সজল পবনে নীল বসনের চঞ্চল কিনারায়,

                 দুয়ার-বাহির হতে আজি ক্ষণে ক্ষণে

     তব কবরীর করবীমালার বারতা আসুক মনে।

 

               বাতায়ন হতে উৎসুক দুই আঁখি

         তব মঞ্জীর-ধ্বনি পথ বেয়ে

               তোমারে কি যায় ডাকি।

 

                কম্পিত এই মোর বক্ষের ব্যথা

         অলকে তোমার আনে কি চঞ্চলতা

                বকুলবনের মুখরিত সমীরণে।