সার্থকতা

   ফাল্গুনের সূর্য যবে

দিল কর প্রসারিয়া সঙ্গীহীন দক্ষিণ অর্ণবে,

     অতল বিরহ তার যুগযুগান্তের

         উচ্ছ্বসিয়া ছুটে গেল নিত্য-অশান্তের

                 সীমানার ধারে ;

             ব্যথার ব্যথিত কারে

                   ফিরিল খুঁজিয়া,

                   বেড়ালো যুঝিয়া

              আপন তরঙ্গদল-সাথে।

                   অবশেষে রজনীপ্রভাতে,

     জানে না সে কখন দুলায়ে গেল চলি

বিপুল নিশ্বাসবেগে একটুকু মল্লিকার কলি।

               উদ্‌বারিল গন্ধ তার,

সচকিয়া লভিল সে গভীর রহস্য আপনার।

          এই বার্তা ঘোষিল অম্বরে —

সমুদ্রের উদ্‌বোধন পূর্ণ আজি পুষ্পের অন্তরে।