পুনশ্চ

                   কলকল্লোলে।

 

গদ্য এল অনেক পরে।

         বাঁধা ছন্দের বাইরে জমালো আসর।

           সুশ্রী - কুশ্রী ভালোমন্দ তার আঙিনায় এল

                       ঠেলাঠেলি করে।

ছেঁড়া কাঁথা আর শাল-দোশালা

           এল জড়িয়ে মিশিয়ে,

    সুরে বেসুরে ঝনাঝন ঝংকার লাগিয়ে দিল।

গর্জনে ও গানে, তাণ্ডবে ও তরল তালে

    আকাশে উঠে পড়ল গদ্যবাণীর মহাদেশ।

        কখনো ছাড়লে অগ্নিনিশ্বাস,

           কখনো ঝরালে জলপ্রপাত।

কোথাও তার সমতল, কোথাও অসমতল;

        কোথাও দুর্গম অরণ্য, কোথাও মরুভূমি।

একে অধিকার যে করবে তার চাই রাজপ্রতাপ;

        পতন বাঁচিয়ে শিখতে হবে

           এর নানারকম গতি অবগতি।

বাইরে থেকে এ ভাসিয়ে দেয় না স্রোতের বেগে,

        অন্তরে জাগাতে হয় ছন্দ

           গুরু লঘু নানা ভঙ্গিতে।

সেই গদ্যে লিখেছি আমার নাটক,

        এতে চিরকালের স্তব্ধতা আছে

                আর চলতি কালের চাঞ্চল্য।