পূরবী
       হে অশেষ, তোমার অঙ্গনে
   ভারমুক্ত তার সাথে ক্ষণে ক্ষণে
           খেলায়ে রঙের খেলা,
       ভাসায়ে আলোর ভেলা,
  বিচিত্র করিয়া তোল তার শেষ বেলা।
  ক্লান্ত আমি তারি লাগি, অন্তর তৃষিত—
কত দূরে আছে সেই খেলাভরা মুক্তির অমৃত।
       বধূ যথা গোধূলিতে শেষ ঘট ভরে
বেণুচ্ছায়াঘন পথে অন্ধকারে ফিরে যায় ঘরে,
       সেই মতো, হে সুন্দর, মোর অবসান
              তোমার মাধুরী হতে
                      সুধাস্রোতে
       ভরে নিতে চায় তার দিনান্তের গান।
           হে ভীষণ, তব স্পর্শঘাত
                  অকস্মাৎ
           মোর গূঢ় চিত্ত হতে কবে
  চরম বেদনা-উৎস মুক্ত করি অগ্নিমহোৎসবে
          অপূর্ণের যত দুঃখ যত অসম্মান
উচ্ছ্বসিত রুদ্র হাস্যে করি দিবে শেষ দীপ্যমান।