আত্ম-অপমান

মোছো তবে অশ্রুজল, চাও হাসিমুখে

বিচিত্র এ জগতের সকলের পানে।

মানে আর অপমানে সুখে আর দুখে

নিখিলের ডেকে লও প্রসন্ন পরানে।

কেহ ভালোবাসে কেহ নাহি ভালোবাসে,

কেহ দূরে যায় কেহ কাছে চলে আসে —

আপনার মাঝে গৃহ পেতে চাও যদি

আপনারে ভুলে তবে থাকো নিরবধি।

ধনীর সন্তান আমি, নহি গো ভিখারি,

হৃদয়ে লুকানো আছে প্রেমের ভাণ্ডার —

আমি ইচ্ছা করি যদি বিলাইতে পারি

গভীর সুখের উৎস হৃদয় আমার।

দুয়ারে দুয়ারে ফিরি মাগি অন্নপান

কেন আমি করি তবে আত্ম-অপমান!