১৯

     আমি যে বেসেছি ভালো এই জগতেরে ;

          পাকে পাকে ফেরে ফেরে

        আমার জীবন দিয়ে জড়ায়েছি এরে ;

              প্রভাত-সন্ধ্যার

              আলো-অন্ধকার

          মোর চেতনায় গেছে ভেসে ;

               অবশেষে

     এক হয়ে গেছে আজ আমার জীবন

          আর আমার ভুবন।

     ভালোবাসিয়াছি এই জগতের আলো

          জীবনেরে তাই বাসি ভালো।

 

     তবুও মরিতে হবে এও সত্য জানি।

              মোর বাণী

     একদিন এ-বাতাসে ফুটিবে না,

     মোর আঁখি এ-আলোকে লুটিবে না,

              মোর হিয়া ছুটিবে না

              অরুণের উদ্দীপ্ত আহ্বানে ;

                       মোর কানে কানে

          রজনী কবে না তার রহস্যবারতা,

     শেষ করে যেতে হবে শেষ দৃষ্টি, মোর শেষ কথা।

 

              এমন একান্ত করে চাওয়া

                    এও সত্য যত,

              এমন একান্ত ছেড়ে যাওয়া

                    সেও সেইমতো।

     এ দুয়ের মাঝে তবু কোনোখানে আছে কোনো মিল ;

                    নহিলে নিখিল

                  এতবড়ো নিদারুণ প্রবঞ্চনা

     হাসিমুখে এতকাল কিছুতে বহিতে পারিত না।

                    সব তার আলো

     কীটে-কাটা পুষ্পসম এতদিনে হয়ে যেত কালো।