যাত্রী

যে কাল হরিয়া লয় ধন

      সেই কাল করিছে হরণ

           সে ধনের ক্ষতি।

           তাই বসুমতী

                 নিত্য আছে বসুন্ধরা।

একে একে পাখি যায়, গানের পসরা।

           কোথাও না হয় শূন্য,

     আঘাতের অন্ত নেই, তবুও অক্ষুণ্ন

           বিপুল সংসার।

      দুঃখ শুধু তোমার আমার

    নিমেষের বেড়া-ঘেরা এখানে ওখানে।

সে বেড়া পারায়ে তাহা পৌঁছায় না নিখিলের পানে।

        ওরে তুমি, ওরে আমি,

যেখানে তোদের যাত্রা একদিন যাবে থামি

           সেখানে দেখিতে পাবি ধন আর ক্ষতি

তরঙ্গের ওঠা নামা, একই খেলা, একই তার গতি।

            কান্না আর হাসি

এক বীণাতন্ত্রীতারে একই গান উঠিছে উচ্ছ্বাসি

                 একই শমে এসে

           মহামৌনে মিলে যায় শেষে।

                 তোমার হৃদয়তাপ

              তোমার বিলাপ

      চাপা থাক্‌ আপনার ক্ষুদ্রতার তলে।

                 যেইখানে লোকযাত্রা চলে

      সেখানে সবার সাথে নির্বিকার চলো একসারে,

                 দেখা দাও শান্তিসৌম্য আপনারে —

যে শান্তি মৃত্যুর প্রান্তে বৈরাগ্যে নিভৃত,

                 আত্মসমাহিত ;

                 দিবসের যত

           ধূলিচিহ্ন, যত কিছু ক্ষত