১৭

                    হে ভূবন

               আমি যতক্ষণ

       তোমারে না বেসেছিনু ভালো

              ততক্ষণ তব আলো

       খুঁজে খুঁজে পায় নাই তার সব ধন।

                ততক্ষণ

               নিখিল গগন

হাতে নিয়ে দীপ তার শূন্যে শূন্যে ছিল পথ চেয়ে।

 

              মোর প্রেম এল গান গেয়ে ;

                কী যে হল কানাকানি

দিল সে তোমার গলে আপন গলার মালাখানি।

                মুগ্ধ চক্ষে হেসে

                তোমারে সে

গোপনে দিয়েছে কিছু যা তোমার গোপন হৃদয়ে

তারার মালার মাঝে চিরদিন রবে গাঁথা হয়ে।