বলাকা

                           কহিতেছে একস্বরে

                      চিরবিরহীর বাণী নিয়া—

                “ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই প্রিয়া।”

 

     মিথ্যা কথা— কে বলে যে ভোল’ নাই।

          কে বলে রে খোল’ নাই

              স্মৃতির পিঞ্জরদ্বার।

             অতীতের চির অস্ত-অন্ধকার

     আজিও হৃদয় তব রেখেছে বাঁধিয়া?

          বিস্মৃতির মুক্তিপথ দিয়া

              আজিও সে হয় নি বাহির?

                      সমাধিমন্দির

               এক ঠাঁই রহে চির স্থির ;

                     ধরায় ধুলায় থাকি

     স্মরণের আবরণে মরণেরে যত্নে রাখে ঢাকি।

          জীবনেরে কে রাখিতে পারে।

     আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে।

              তার নিমন্ত্রণ লোকে লোকে

          নব নব পূর্বাচলে   আলোকে আলোকে।

                    স্মরণের গ্রন্থি টুটে

                    সে যে যায় ছুটে

                 বিশ্বপথে বন্ধনবিহীন।

     মহারাজ, কোনো মহারাজ্য কোনোদিন

               পারে নাই তোমারে ধরিতে ;

     সমুদ্রস্তনিত পৃথ্বী, হে বিরাট, তোমারে ভরিতে

                 নাহি পারে—

              তাই এ-ধরারে

     জীবন-উৎসব-শেষে দুই পায়ে ঠেলে

               মৃৎপাত্রের মতো যাও ফেলে।

          তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ ,

               তাই তব জীবনের রথ

     পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার