স্তন

নারীর প্রাণের প্রেম মধুর কোমল,

বিকশিত যৌবনের বসন্তসমীরে

কুসুমিত হয়ে ওই ফুটেছে বাহিরে,

সৌরভসুধায় করে পরান পাগল।

মরমের কোমলতা তরঙ্গ তরল

উথলি উঠেছে যেন হৃদয়ের তীরে।

কী যেন বাঁশির ডাকে জগতের প্রেমে

বাহিরিয়া আসিতেছে সলাজ হৃদয়,

সহসা আলোতে এসে গেছে যেন থেমে —

শরমে মরিতে চায় অঞ্চল - আড়ালে।

প্রেমের সংগীত যেন বিকশিয়া রয়,

উঠিছে পড়িছে ধীরে হৃদয়ের তালে।

হেরো গো কমলাসন জননী লক্ষ্মীর —

হেরো নারীহৃদয়ের পবিত্র মন্দির।


পবিত্র সুমেরু বটে এই সে হেথায়,

দেবতা বিহারভূমি কনক - অচল।

উন্নত সতীর স্তন স্বরগ প্রভায়

মানবের মর্ত্যভূমি করেছে উজ্জ্বল।

শিশু রবি হোথা হতে ওঠে সুপ্রভাতে,

শ্রান্ত রবি সন্ধ্যাবেলা হোথা অস্ত যায়।

দেবতার আঁখিতারা জেগে থাকে রাতে,

বিমল পবিত্র দুটি বিজন শিখরে।

চিরস্নেহ - উৎসধারে অমৃত নির্ঝরে

সিক্ত করি তুলিতেছে বিশ্বের অধর।

জাগে সদা সুখসুপ্ত ধরণীর'পরে,

অসহায় জগতের অসীম নির্ভর।

ধরণীর মাঝে থাকি স্বর্গ আছে চুমি,

দেবশিশু মানবের ওই মাতৃভূমি।