রাজপুত্র

          রূপকথা-স্বপ্নলোকবাসী

           রাজপুত্র কোথা হতে আসি

                 শুভক্ষণে দেখা দেয় রূপে

                       চুপে-চুপে,

           জানি বলে জেনেছিনু যারে

           তারি মাঝে। আমার সংসারে,

                 বক্ষে মোর আগমনী পদধ্বনি বাজে

                 যেন বহুদূর হতে আসা।

                       তার ভাষা

                 প্রাণে দেয় আনি

           সমুদ্রপারের কোন্‌ অভিনব যৌবনের বাণী।

                 সেদিন বুঝিতে পারে মন

                       ছিল সে-যে নিশ্চেতন

                             তুচ্ছতার অন্তরালে

                       এতকাল মায়ানিদ্রাজালে।

           তার দৃষ্টিপাতে মোরে নূতন সৃষ্টির ছোঁওয়া লাগে,

                       চিত্ত জাগে। –

           বলি তার পদযুগ চুমি,

                  ‘ রাজপুত্র তুমি। '

                       এতদিন

                   আত্মপরিচয়হীন

           জড়তার পাষাণপ্রাচীর দিয়ে ঘেরা

দুর্গ-মাঝে রেখেছিল প্রত্যহের প্রথার দৈত্যেরা।

                 কোন্‌ মন্ত্রগুণে

           সে দুর্ভেদ বাধা যেন দাহিলে আগুনে,

বন্দিনীরে করিলে উদ্ধার,

           করি নিলে আপনার,

                 নিয়ে গেলে মুক্তির আলোকে।

আজিকে তোমারে দেখি কী নূতন চোখে।

      কুঁড়ি আজ উঠেছে কুসুমি,

বার বার মন বলে, ‘ রাজপুত্র তুমি। '