পরিণয়

   সুরমা ও সুরেন্দ্রনাথ করের বিবাহ উপলক্ষে

 

ছিল চিত্রকল্পনায়, এতকাল ছিল গানে গানে,

সেই অপরূপ এল রূপ ধরি তোমাদের প্রাণে।

      আনন্দের দিব্যমূর্তি সে-যে,

             দীপ্ত বীরতেজে

      উত্তরিয়া বিঘ্ন যত দূর করি ভীতি

তোমাদের প্রাঙ্গণেতে হাঁক দিল, ‘ এসেছি অতিথি। '

 

জ্বালো গো মঙ্গলদীপ করো অর্ঘ্য দান

             তনু মনপ্রাণ।

ও যে সুরভবনের রমার কমলবনবাসী,

মর্ত্যে নেমে বাজাইল সাহানায় নন্দনের বাঁশি।

             ধরার ধূলির'পরে

              মিশাইল কী আদরে

                       পারিজাতরেণু।

মানবগৃহের দৈন্যে অমরাবতীর কল্পধেনু

              অলক্ষ্য অমৃতরস দান করে

                        অন্তরে অন্তরে।

এল প্রেম চিরন্তন, দিল দোঁহে আনি

              রবিকরদীপ্ত আশীর্বাণী।