আশীর্বাদী

কল্যাণীয়া অমলিনার প্রথম বার্ষিক জন্মদিনে

তোমারে জননী ধরা

দিল রূপে রসে ভরা

      প্রাণের প্রথম পাত্রখানি,

তাই নিয়ে তোলাপাড়া

ফেলাছড়া নাড়াচড়া

     অর্থ তার কিছুই না জানি।

কোন্‌ মহারঙ্গশালে

নৃত্য চলে তালে তালে,

     ছন্দ তারি লাগে রক্তে তব।

অকারণ কলরোলে

তাই তব অঙ্গ দোলে,

ভঙ্গি তার নিত্য নব নব।

চিন্তা-আবরণ-হীন

নগ্নচিত্ত সারাদিন

     লুটাইছে বিশ্বের প্রাঙ্গণে,

ভাষাহীন ইশারায়

ছুঁয়ে ছুঁয়ে চলে যায়

     যাহা-কিছু দেখে আর শোনে।

অস্ফুট ভাবনা যত

অশথপাতার মতো

     কেবলই আলোয় ঝিলিমিলি।

কী হাসি বাতাসে ভেসে

তোমারে লাগিছে এসে

     হাসি বেজে ওঠে খিলিখিলি।

গ্রহ তারা শশী রবি

সমুখে ধরেছে ছবি

     আপন বিপুল পরিচয়।

কচি কচি দুই হাতে

খেলিছ তাহারই সাথে,