পরিশেষ

                      বনবীথির ছায়াটিরে

               কাঁপিয়ে দিয়ে বেড়ায় ফিরে ফিরে,

                      তারি চঞ্চলতা

               মর্মরিয়া কইল যে-সব কথা,

                       তারি প্রতিধ্বনিভরা

দু-একটা চৌপদী আমার সসংকোচে পড়ে গেলেম ত্বরা।

 

পড়া আমার শেষ হল যেই, ক্ষণেক নীরব থেকে

নন্দগোপাল উৎসাহেতে বলল হঠাৎ ঝেঁকে —

                  ‘ দাদামশায়, শাবাশ!

তোমার কালের মনের গতি, পেলেম তারি ইতিহাসের আভাস। '

খাতা নিতে হাত বাড়াল, চাদরেতে দিলেম তাহা ঢাকা,

কইনু তারে, ‘ দেখ্‌ তো ভায়া, কোথায় আছে তোর অমিয়কাকা। '