কড়ি ও কোমল

যাত্রা করি মানবের হৃদয়ের মাঝে

        প্রাণে লয়ে প্রেমের আলোক,

আয়, মা গো, যাত্রা করি জগতের কাজে

        তুচ্ছ করি নিজ দুঃখশোক।

 

 

জেনো, মা, এ সুখে - দুঃখে - আকুল সংসারে

        মেটে না সকল তুচ্ছ আশ —

তা বলিয়া অভিমানে অনন্ত তাঁহারে

        কোরো না, কোরো না অবিশ্বাস।

সুখ ব ' লে যাহা চাই সুখ তাহা নয়,

        কী যে চাই জানি না আপনি —

আঁধারে জ্বলিছে ওই ওরে কোরো ভয়,

        ভুজঙ্গের মাথার ও মণি।

 

 

ক্ষুদ্র সুখ ভেঙে যায় না সহে নিশ্বাস,

        ভাঙে বালুকার খেলাঘর —

ভেঙে গিয়ে বলে দেয় এ নহে আবাস,

        জীবনের এ নহে নির্ভর।

সকলে শিশুর মতো কত আবদার

        আনিছে তাঁহার সন্নিধান —

পূর্ণ যদি নাহি হল, অমনি তাহার

        ঈশ্বরে করিছে অপমান!

 

 

কিছুই চাব না, মা গো, আপনার তরে,

        পেয়েছি যা শুধিব সে ঋণ —

পেয়েছি যে প্রেমসুধা হৃদয় - ভিতরে,

        ঢালিয়া তা দিব নিশিদিন।

সুখ শুধু পাওয়া যায় সুখ না চাহিলে,

        প্রেম দিলে প্রেমে পুরে প্রাণ,