কড়ি ও কোমল

অনন্তজগৎ - ব্যাপী ঈশ্বরের সাথে

        তোমার যে সুগভীর মিল।

কেন কেহ দেখায় না — চারি দিকে তব

        ঈশ্বরের বাহুর বিস্তার!

ঘেরি তোরে, ভোগসুখ ঢালি নব নব

        গৃহ বলি রচে কারাগার।

 

 

অনন্তের মাঝখানে দাঁড়াও, মা আসি,

        চেয়ে দেখো আকাশের পানে —

পড়ুক বিমলবিভা পূর্ণ রূপরাশি

        স্বর্গমুখী কমলনয়ানে।

আনন্দে ফুটিয়া ওঠো শুভ্র সূর্যোদয়ে

        প্রভাতের কুসুমের মতো,

দাঁড়াও সায়াহ্নমাঝে পবিত্র হৃদয়ে

        মাথাখানি করিয়া আনত।

 

 

শোনো শোনো উঠিতেছে সুগম্ভীর বাণী,

        ধ্বনিতেছে আকাশ পাতাল!

বিশ্ব - চরাচর গাহে কাহারে বাখানি

        আদিহীন অন্তহীন কাল!

যাত্রী সবে ছুটিয়াছে শূন্যপথ দিয়া,

        উঠেছে সংগীতকোলাহল,

ওই নিখিলের সাথে কণ্ঠ মিলাইয়া

        মা, আমরা যাত্রা করি চল্‌।

 

 

যাত্রা করি বৃথা যত অহংকার হতে,

         যাত্রা করি ছাড়ি হিংসাদ্বেষ,

যাত্রা করি স্বর্গময়ী করুণার পথে,

        শিরে ধরি সত্যের আদেশ।