ছোটোবড়ো

এখনো তো বড়ো হই নি আমি,

          ছোটো আছি ছেলেমানুষ ব’লে।

দাদার চেয়ে অনেক মস্ত হব

          বড়ো হয়ে বাবার মতো হলে।

দাদা তখন পড়তে যদি না চায়,

পাখির ছানা পোষে কেবল খাঁচায়,

তখন তারে এমনি বকে দেব!

            বলব, ‘তুমি চুপটি ক’রে পড়ো।’

বলব, ‘তুমি ভারি দুষ্টু ছেলে’—

             যখন হব বাবার মতো বড়ো।

       তখন নিয়ে দাদার খাঁচাখানা

       ভালো ভালো পুষব পাখির ছানা।

 

সাড়ে দশটা যখন যাবে বেজে

            নাবার জন্যে করব না তো তাড়া।

ছাতা একটা ঘাড়ে ক’রে নিয়ে

            চটি পায়ে বেড়িয়ে আসব পাড়া।

গুরুমশায় দাওয়ায় এলে পরে

চৌকি এনে দিতে বলব ঘরে,

তিনি যদি বলেন ‘সেলেট কোথা?

            দেরি হচ্ছে, বসে পড়া করো’

আমি বলব, ‘খোকা তো আর নেই,

            হয়েছি যে বাবার মতো বড়ো।’

     গুরুমশায় শুনে তখন কবে,

     ‘বাবুমশায়, আসি এখন তবে।’

 

খেলা করতে নিয়ে যেতে মাঠে

            ভুলু যখন আসবে বিকেল বেলা,

আমি তাকে ধমক দিয়ে কব,

            ‘ কাজ করছি, গোল কোরো না মেলা।