মানসী
    নিখিলের সুখ, নিখিলের দুখ,
        নিখিল প্রাণের প্রীতি,
    একটি প্রেমের মাঝারে মিশেছে
        সকল প্রেমের স্মৃতি—
    সকল কালের সকল কবির গীতি।