প্রথম
পূর্ববর্তী
পৃষ্ঠা
/৬
পূর্ণ স্ক্রীনে যান
নর্মাল স্ক্রীনে ফিরে আসুন
বাংলা আকাদেমি
বিদ্যা
বড় করুন
ছোট করুন
মুদ্রণ করুন
পাতাটিকে মেইল করুন
পূর্ণ স্ক্রীনে যান
নর্মাল স্ক্রীনে ফিরে আসুন
রবীন্দ্র-রচনাসমগ্র
>
কবিতা
>
মানসী
>
দেশের উন্নতি
প্রকল্প সম্বন্ধে
প্রকল্প রূপায়ণে
রবীন্দ্র-রচনাবলী
রবীন্দ্র-রচনাসমগ্র
বর্ণানুক্রমিক সূচি
অনুসন্ধান
রচনাবলীর অধিতথ্য
জ্ঞাতব্য বিষয়
সাইট সহায়িকা
কয়েকটি সাধারণ প্রশ্ন
পাঠকের চোখে
পাঠকের প্রশ্ন
আমাদের লিখুন
ডাউনলোড
স্বরলিপির ফন্ট
বাংলা কি-বোর্ড
অন্যান্য রচনা-সম্ভার
নজরুল রচনাবলী
বঙ্কিম রচনাবলী
শরৎ রচনাবলী
মানসী
গল্প খুঁজে গুজব খুঁজে
আরামে আঁখি আসিবে বুজে
মলিনপশুপ্রায়।
তরল হাসি-লহরী তুলি
রচিয়ো বসি বিবিধ বুলি,
সকল কিছু যাইয়ো ভুলি
ভুলো না আপনায়!
আমিও রব তোমারি দলে
পড়িয়া এক-ধার!
মাদুর পেতে ঘরের ছাতে
ডাবা হুঁকোটি ধরিয়া হাতে
করিব আমি সবার সাথে
দেশের উপকার।
বিজ্ঞভাবে নাড়িব শির,
অসংশয়ে করিব স্থির
মোদের বড়ো এ পৃথিবীর
কেহই নহে আর!
নয়ন যদি মুদিয়া থাকো
সে ভুল কভু ভাঙিবে নাকো,
নিজেরে বড়ো করিয়া রাখো
মনেতে আপনার!
বাঙালি বড়ো চতুর, তাই
আপনি বড়ো হইয়া যাই,
অথচ কোনো কষ্ট নাই
চেষ্টা নাই তার।
হোথায় দেখো খাটিয়া মরে,
দেশে বিদেশে ছড়ায়ে পড়ে,
জীবন দেয় ধরার তরে
ম্লেচ্ছসংসার!
ফুকারো তবে উচ্চরবে
বাঁধিয়া এক-সার—
মহৎ মোরা বঙ্গবাসী
আর্যপবিবার।