বাসরঘর

   তোমারে ছাড়িয়া যেতে হবে

         রাত্রি যবে

উঠিবে উন্মনা হয়ে প্রভাতের রথচক্ররবে।

        হায় রে বাসরঘর,

বিরাট বাহির সে যে বিচ্ছেদের দস্যু ভয়ংকর।

           তবু সে যতই ভাঙেচোরে

মালাবদলের হার যত দেয় ছিন্ন ছিন্ন করে,

           তুমি আছ ক্ষয়হীন

                   অনুদিন ;

                      তোমার উৎসব

বিচ্ছিন্ন না হয় কভু, না হয় নীরব।

কে বলে তোমারে ছেড়ে গিয়েছে যুগল

            শূন্য করি তব শয্যাতল।

              যায় নাই, যায় নাই,

নব নব যাত্রীমাঝে ফিরে ফিরে আসিছে তারাই

                        তোমার আহ্বানে

              উদার তোমার দ্বার-পানে।

                  হে বাসরঘর,

বিশ্বে প্রেম মৃত্যুহীন, তুমিও অমর।