মিলন

সৃষ্টির প্রাঙ্গণে দেখি বসন্তে অরণ্যে ফুলে ফুলে

              দুটিরে মিলানো নিয়ে খেলা।

রেণুলিপি বহি বায়ু প্রশ্ন করে মুকুলে মুকুলে

              কবে হবে ফুটিবার বেলা।

তাই নিয়ে বর্ণচ্ছটা, চঞ্চলতা শাখায় শাখায়,

সুন্দরের ছন্দ বহে প্রজাপতি পাখায় পাখায়,

পাখির সংগীত-সাথে বন হতে বনান্তরে ধায়

              উচ্ছ্বসিত উৎসবের মেলা।

 

সৃষ্টির সে রঙ্গ আজি দেখি মানবের লোকালয়ে

              দুজনায় গ্রন্থির বাঁধন।

অপূর্ব জীবন তাহে জাগিবে বিচিত্র রূপ লয়ে

              বিধাতার আপন সাধন।

ছেড়েছে সকল কাজ, রঙিন বসনে ওরা সেজে

চলেছে প্রান্তর বেয়ে, পথে পথে বাঁশি চলে বেজে,

পুরানো সংসার হতে জীর্ণতার সব চিহ্ন মেজে

              রচিল নবীন আচ্ছাদন।

 

যাহা সবচেয়ে সত্য সবচেয়ে খেলা যেন তাই,

              যেন সে ফাল্গুনকলোল্লাস।

যেন তাহা নিঃসংশয়, মর্তের ম্লানতা যেন নাই,

              দেবতার যেন সে উচ্ছ্বাস।

সহজে মিশিছে তাই আত্মভোলা মানুষের সনে

আকাশের আলো আজি গোধূলির রক্তিম লগনে,

বিশ্বের রহস্যলীলা মানুষের উৎসবপ্রাঙ্গণে

              লভিয়াছে আপন প্রকাশ।

 

বাজা তোরা বাজা বাঁশি, মৃদঙ্গ উঠুক তালে মেতে

              দুরন্ত নাচের নেশা পাওয়া।

নদীপ্রান্তে তরুগুলি ওই দেখ্‌ আছে কান পেতে,