প্রথম
পূর্ববর্তী
পৃষ্ঠা
/৫
পূর্ণ স্ক্রীনে যান
নর্মাল স্ক্রীনে ফিরে আসুন
বাংলা আকাদেমি
বিদ্যা
বড় করুন
ছোট করুন
মুদ্রণ করুন
পাতাটিকে মেইল করুন
পূর্ণ স্ক্রীনে যান
নর্মাল স্ক্রীনে ফিরে আসুন
রবীন্দ্র-রচনাসমগ্র
>
কবিতা
>
মানসী
>
অপেক্ষা
প্রকল্প সম্বন্ধে
প্রকল্প রূপায়ণে
রবীন্দ্র-রচনাবলী
রবীন্দ্র-রচনাসমগ্র
বর্ণানুক্রমিক সূচি
অনুসন্ধান
রচনাবলীর অধিতথ্য
জ্ঞাতব্য বিষয়
সাইট সহায়িকা
কয়েকটি সাধারণ প্রশ্ন
পাঠকের চোখে
পাঠকের প্রশ্ন
আমাদের লিখুন
ডাউনলোড
স্বরলিপির ফন্ট
বাংলা কি-বোর্ড
অন্যান্য রচনা-সম্ভার
নজরুল রচনাবলী
বঙ্কিম রচনাবলী
শরৎ রচনাবলী
মানসী
আঁধারে যেন দুজনে আর
দুজন নাহি থাকে।
হৃদয়মাঝে যতটা চাই
ততটা যেন পুরিয়া পাই,
প্রলয়ে যেন সকল যায়—
হৃদয় বাকি রাখে।
হৃদয় দেহ আঁধারে যেন
হয়েছে একাকার।
মরণ যেন অকালে আসি
দিয়েছে সব বাঁধন নাশি,
ত্বরিত যেন গিয়েছি দোঁহে
জগৎ-পরপার।
দু দিক হতে দুজনে যেন
বহিয়া খরধারে
আসিতেছিল দোঁহার পানে
ব্যাকুলগতি ব্যগ্রপ্রাণে,
সহসা এসে মিশিয়া গেল
নিশীথপারাবারে।
থামিয়া গেল অধীর স্রোত
থামিল কলতান—
মৌন এক মিলনরাশি
তিমিরে সব ফেলিল গ্রাসি,
প্রলয়তলে দোঁহার মাঝে
দোঁহার অবসান।