মহুয়া

দাঁড়াইলে দুয়ারের বাহিরে আসিয়া,

          গোপনে হাসিয়া।

     শুধালেম আমি কৌতূহলী

          ‘ কী এনেছ ' বলি।

পাতায় পাতায় বাজে ক্ষণে ক্ষণে বারিবিন্দুপাত,

গন্ধঘন প্রদোষের অন্ধকারে বাড়াইনু হাত।

 

ঝংকারি উঠিল মোর অঙ্গ আচম্বিতে

          কাঁটার সংগীতে।

     চমকিনু কী তীব্র হরষে

              পরুষ পরশে।

সহজ-সাধন-লব্ধ নহে সে মুগ্ধের নিবেদন,

অন্তরে ঐশ্বর্যরাশি, আচ্ছাদনে কঠোর বেদন।

     নিষেধে নিরুদ্ধ যে সম্মান

          তাই তব দান।