মানসী
          সেই কদম্বের মূল, যমুনার তীর,
               সেই সে শিখীর নৃত্য
               এখনো হরিছে চিত্ত—
          ফেলিছে বিরহছায়া শ্রাবণতিমির।

 

          আজও আছে বৃন্দাবন মানবের মনে।
               শরতের পূর্ণিমায়
               শ্রাবণের বরিষায়
          উঠে বিরহের গাথা বনে উপবনে।

 

          এখনো সে বাঁশি বাজে যমুনার তীরে।
               এখনো প্রেমের খেলা
               সারানিশি, সারাবেলা,
          এখনো কাঁদিছে রাধা হৃদয়কুটিরে।