মর্ত্যবাসী

কাকা বলেন, সময় হলে

          সবাই চ’লে

          যায় কোথা সেই স্বর্গ - পারে।

বল্‌ তো কাকী

          সত্যি তা কি

                   একেবারে?

তিনি বলেন, যাবার আগে

                   তন্দ্রা লাগে

          ঘণ্টা কখন ওঠে বাজি,

দ্বারের পাশে

           তখন আসে

                   ঘাটের মাঝি।

বাবা গেছেন এমনি করে

                   কখন ভোরে

          তখন আমি বিছানাতে।

তেমনি মাখন

          গেল কখন

                   অনেক রাতে।

কিন্তু আমি বলছি তোমায়

                    সকল সময়

          তোমার কাছেই করব খেলা,

রইব জোরে

          গলা ধরে

                   রাতের বেলা।

সময় হলে মানব না তো,

                   জানব না তো,

          ঘণ্টা মাঝির বাজল কবে।

  তাই কি রাজা

          দেবেন সাজা

                   আমায় তবে?