চিত্রা

উঠে হাসি নদীজলে

ছলছল কলকলে,

ভাসায়ে লইয়া চলে

    ‘ মনুর নূতন ভাষ্যে '।

বাদ-প্রতিবাদ যত

শুকনো পাতার মতো

কোথা হল অপগত —

    কেহ তাহে নহে ক্ষুণ্ন।

ফুলগুলি অনায়াসে

মুচকি মুচকি হাসে,

সুগভীর পরিহাসে

     হাসিতেছে নীল শূন্য।

দেখিতে দেখিতে মোর

লাগিল নেশার ঘোর,

কোথা হতে মন-চোর

    পশিল আমার বক্ষে।

যেমনি সমুখে চাওয়া

অমনি সে ভূতে-পাওয়া

লাগিল হাসির হাওয়া,

    আর বুঝি নাহি রক্ষে।

প্রথমে প্রাণের কূলে

শিহরি শিহরি দুলে,

ক্রমে সে মরমমূলে

    লহরী উঠিল চিত্তে।

তার পরে মহা হাসি

উছসিল রাশি রাশি,

হৃদয় বাহিরে আসি

    মাতিল জগৎ-নৃত্যে।

 

 

এসো এসো, বঁধু, এসো —

আধেক আঁচরে বোসো,