প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
কেনই বা অপঘাতে
মরে লোক দিবারাতে,
কেন ব্রাহ্মণের পাতে
নাহি পড়ে চর্ব্য চোষ্য।
হেন কালে দুদ্দাড়
খুলে গেল সব দ্বার —
চারি দিকে তোলপাড়
বেধে গেছে মহাকাণ্ড।
নদীজলে বনে গাছে
কেহ গাহে কেহ নাচে,
উলটিয়া পড়িয়াছে
দেবতার সুধাভাণ্ড।
উতলা পাগল-বেশে
দক্ষিণে বাতাস এসে
কোথা হতে হাহা হেসে
প ' ল যেন মদমত্ত।
লেখাপত্র কেড়েকুড়ে —
কোথা কী যে গেল উড়ে,
ওই রে আকাশ জুড়ে
ছড়ায় ‘ সমাজতত্ত্ব '।
‘ রুশিয়ার অভিপ্রায় '
ওই কোথা উড়ে যায়,
গেল বুঝি হায় হায়
‘ আমিরের ষড়যন্ত্র '।
‘ প্রাচীন ভারত ' বুঝি
আর পাইব না খুঁজি,
কোথা গিয়ে হল পুঁজি
‘ জাপানের রাজতন্ত্র '।
গেল গেল, ও কী কর —
আরে আরে, ধরো ধরো।
হাসে বন মরমর,
হাসে বায়ু কলহাস্যে।