বর্ষাসন্ধ্যা

  আমায়    অমনি খুশি করে রাখো

                কিছুই না দিয়ে—

            শুধু তোমার বাহুর ডোরে

                বাহু বাঁধিয়ে।

            এমনি ধূসর মাঠের পারে

             এমনি সাঁঝের অন্ধকারে

            বাজাও আমার প্রাণের তারে

                গভীর ঘা দিয়ে।

  আমায়    অমনি রাখো বন্দী করে

                কিছুই না দিয়ে।

 

  আমি     আপনাকে আজ বিছিয়ে দেব

                কিছুই না করি,

            দু হাত মেলে দিয়ে, তোমার

                 চরণ পাকড়ি।

            আষাঢ় - রাতের সভায় তব

            কোনো কথাই নাহি কব,

            বুক দিয়ে সব চেপে লব

                নিখিল আঁকড়ি।

  আমি     রাতের সাথে মিশিয়ে রব

                কিছুই না করি।

 

  আজ      বাদল - হাওয়ায় কোথা রে জুঁই

                গন্ধে মেতেছে।

            লুপ্ত তারার মালা কে আজ

                 লুকিয়ে গেঁথেছে।

            আজি নীরব অভিসারে

            কে চলেছে আকাশপারে,

            কে আজি এই অন্ধকারে

                শয়ন পেতেছে।