গান শোনা

  আমার এ গান শুনবে তুমি যদি

       শোনাই কখন বলো।

  ভরা চোখের মতো যখন নদী

       করবে ছলছল,

  ঘনিয়ে যখন আসবে মেঘের ভার

       বহু কালের পরে,

  না যেতে দিন সজল অন্ধকার

       নামবে তোমার ঘরে,

  যখন তোমার কাজ কিছু নেই হাতে,

       তবুও বেলা আছে,

  সাথি তোমার আসত যারা রাতে

       আসে নি কেউ কাছে,

  তখন আমায় মনে পড়ে যদি

       গাইতে যদি বল—

  নবমেঘের ছায়ায় যখন নদী

       করবে ছলছল।

 

  ম্লান আলোয় দখিন - বাতায়নে

       বসবে তুমি একা—

  আমি গাব বসে ঘরের কোণে,

       যাবে না মুখ দেখা।

  ফুরাবে দিন, আঁধার ঘন হবে,

       বৃষ্টি হবে শুরু—

  উঠবে বেজে মৃদুগভীর রবে

       মেঘের গুরুগুরু।

  ভিজে পাতার গন্ধ আসবে ঘরে,

       ভিজে মাটির বাস—

  মিলিয়ে যাবে বৃষ্টির ঝর্ঝরে

       বনের নিশ্বাস।

  বাদল - সাঁঝে আঁধার বাতায়নে

       বসবে তুমি একা—