বিদায়

  বিদায় দেহো, ক্ষম আমায় ভাই।

  কাজের পথে আমি তো আর নাই।

       এগিয়ে সবে যাও - না দলে দলে,

       জয়মাল্য লও - না তুলি গলে,

       আমি এখন বনচ্ছায়াতলে

            অলক্ষিতে পিছিয়ে যেতে চাই।

            তোমরা মোরে ডাক দিয়ো না ভাই।

 

  অনেক দূরে এলেম সাথে সাথে,

  চলেছিলেম সবাই হাতে হাতে।

       এইখানেতে   দুটি পথের মোড়ে

       হিয়া আমার উঠল কেমন করে

       জানি নে কোন্‌ ফুলের গন্ধ - ঘোরে

            সৃষ্টিছাড়া ব্যাকুল বেদনাতে।

            আর তো চলা হয় না সাথে সাথে।

 

  তোমরা আজি ছুটেছ যার পাছে

  সে - সব মিছে হয়েছে মোর কাছে—

       রত্ন খোঁজা, রাজ্য ভাঙা - গড়া,

       মতের লাগি দেশ - বিদেশে লড়া,

       আলবালে জলসেচন করা

            উচ্চশাখা স্বর্ণচাঁপার গাছে।

            পারি নে আর চলতে সবার পাছে।

 

  আকাশ ছেয়ে মন - ভোলানো হাসি

  আমার প্রাণে বাজালো আজ বাঁশি।

       লাগল আলস পথে চলার মাঝে,

       হঠাৎ বাধা পড়ল সকল কাজে,

       একটি কথা পরান জুড়ে বাজে

            ‘ ভালোবাসি, হায় রে ভালোবাসি ' —