বিকাশ

        আজ    বুকের বসন ছিঁড়ে ফেলে

                    দাঁড়িয়েছে এই প্রভাতখানি,

                আকাশেতে সোনার আলোয়

                    ছড়িয়ে গেল তাহার বাণী।

                কুঁড়ির মতো ফেটে গিয়ে

                    ফুলের মতো উঠল কেঁদে

                সুধাকোষের সুগন্ধ তার

                    পারলে না আর রাখতে বেঁধে।

                ওরে মন, খুলে দে মন,

                    যা আছে তোর খুলে দে—

                অন্তরে যা ডুবে আছে

                    আলোক - পানে তুলে দে।

                আনন্দে সব বাধা টুটে

                সবার সাথে ওঠ্‌ রে ফুটে,

                চোখের'পরে আলসভরে

                    রাখিস নে আর আঁচল টানি।

        আজ    বুকের বসন ছিঁড়ে ফেলে

                   দাঁড়িয়েছে এই প্রভাতখানি।